চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার গুলজার আবাসিক হোটেল থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ তথ্য নিশ্চিত করেন সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) শাহনেওয়াজ খালেদ।
তিনি বলেন, ওই নারীর নাম বিবি কুলসুম (৩৭)। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মির্জানগর এলাকার।
এসপি শাহনেওয়াজ খালেদ আরও বলেন, ‘তথ্য পাওয়া গেছে ওই নারীর দু’বার বিয়ে হয়েছিলো। কিন্তু তিনি অন্য এক পুরুষের সঙ্গে স্বামী পরিচয়ে বহদ্দারহাট হোটেলে গিয়েছিলেন। তাকে শনাক্ত করা হয়েছে কিন্তু তদন্তের স্বার্থে নাম দেওয়া যাবে না।
গত শনিবার স্বামী-স্ত্রী পরিচয়ে দুজনে আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরদিন কোনো এক সময়ে কৌশলে হয়ত স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। পরে রুমে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশে খবর দেন।
চান্দগাঁও থানার পুলিশ খবর পেয়ে গুলজার হোটেলের ওই রুমে প্রবেশ করে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। গতকাল রোববার রাতে হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব হোসেন।