চট্টগ্রাম নগরীতে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা, কৃষি বিপনন লাইলেন্স না থাকায় আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে টাস্কফোর্স কমিটি।
আজ সোমবার চৌমুহনী কর্ণফুলী মার্কেটে জেলা বিশেষ টাস্কফোর্সের এই অভিযান পরিচালনা করা হয়।
৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি মামলায় ৪৫০০ টা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন লাইসেন্স প্রদর্শন করতে না পারায় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন। সাথে ছিলেন ছাত্র প্রতিনিধিসহ জেলা বিশেষ টাস্কফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন বলেন, বিভিন্ন অসঙ্গতির কারণে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তাধিকার আইনে ও ১টি প্রতিষ্ঠানকে কৃষি বিপনন আইনে জরিমানা করা হয়। জনস্বার্থে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।