ট্রাম্পের প্রচার জোরদারে প্রতিদিন ভোটারদের ১০ লাখ ডলার দেবেন মাস্ক

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:৫৬ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক তার ট্রাম্পসমর্থক রাজনৈতিক কার্যক্রম কমিটি ‘আমেরিকা প্যাক’ এর মাধ্যমে আগামী ৫ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত দোদুল্যমান রাজ্য পেনসিলভেইনিয়া রাজ্যে প্রতিদিন একজন করে নিবন্ধিত ভোটারকে ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমেরিকা প্যাকের সংবিধানপন্থি একটি পিটিশন যারা সই করবে, তাদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে একজনকে বাছাই করে এই অর্থ পুরস্কার দেওয়া হবে। খবর বিডিনিউজের। পিটিশনটিতে বলা হয়েছে, ‘সংবিধানের প্রথম এবং দ্বিতীয় সংশোধনীতে বাক স্বাধীনতা এবং অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করা হয়েছে। নিচে সই করে আমি প্রথম ও দ্বিতীয় সংশোধনীতে আমার সমর্থন নিশ্চিত করছি।’ পিটিশনে যে কেবল রিপাবলিকানরাই সই করবে তা নয়, পেনসিলভেইনিয়ার যে কোনও নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারও পিটিশনে সই করতে পারবে। মাস্ক শনিবার রাতে পেনসিলভেইনিয়ার এক টাউন হল প্রচার অনুষ্ঠানে প্রথম বিজয়ীর হাতে লটারির চেক তুলে দিয়ে এই কর্মসূচি এরই মধ্যে শুরু করেছেন। বিবিসি জানায়, এই উদ্যোগের ফলে ট্রাম্পকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে এমন ভোটাররা নির্বাচনের শেষ দিন গুলোতে প্রচারে সামিল হতে উৎসাহিত হবে। যারা পিটিশনে সই করবেনঅর্থাৎ, বাকস্বাধীনতা এবং বন্দুকের অধিকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দেবেনতাদেরকে নিজেদের যোগাযোগ নম্বর দিতে হবে ‘আমেরিকা প্যাক’কে যাতে ভোটের বিষয়টি নিয়ে এই কমিটি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধজর্জিয়ায় আটলান্টিক উপকূলে ফেরির ডক ভেঙে নিহত ৭
পরবর্তী নিবন্ধবৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের