র্যাংকন এফসি প্রপার্টিজ তাদের পরিবেশ বান্ধব প্রকল্প ‘কুইন্স পার্ক’ হস্তান্তর করেছে। সমপ্রতি এ উপলক্ষ্যে নগরীর নাসিরাবাদ প্রপারটিসের প্রকল্প প্রাঙ্গণে ‘মিট দি ওনারস’ অনুষ্ঠানের আয়োজন করে আবাসন খাতের অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন অ্যাপার্টমেন্ট মালিকদের সাথে নিয়ে কেক কেটে হস্তান্তর অনুষ্ঠান উদযাপন করেন। প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী বলেন, আমরা প্রত্যেকটি প্রজেক্টে এক একটি স্বপ্ন ধারন করি এবং তা বাস্তবায়নের চেস্টা করি তারই প্রতিফলন হিসেবে আমরা আমাদের প্রজেক্টে বসবাস কারিদের লাইফস্টাইলে একটা অভিনব পরিবর্তন নিয়ে আসি। প্রতিষ্ঠানটির সিইও তানভীর শাহরিয়ার রিমন তার বক্তব্যে বলেন, একটি বিল্ডিং বানিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করে ফেলি না, আমরা এই বিল্ডিং গুলোকে সবসময় যত্ন নিই, যেমন করে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্কের পরিচর্যা করি। পরিশেষে তিনি এই ভবন তৈরির সাথে জড়িত সকলের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রকল্পের ভূমি মালিক ইস্পাহানি গ্রুপের পক্ষে নজরুল ইসলাম তার বক্তব্যে র্যাংকন এফসি প্রপার্টিজকে ধন্যবাদ জানান নানা চ্যালেঞ্জের মাঝেও সুন্দর একটি স্থাপনা উপহার দেওয়ার জন্য। এদিন অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের হেড অব কমার্শিয়াল অপারেশন মোঃ আইয়ুব, অ্যাপার্টমেন্ট মালিক আসাদুল হক এবং এমডি তারিক হোসাইন অপু। এ সময়ে জিএম ফিন্যান্স হানিফ বিল্লাহ, জিএম কন্সট্রাকশন বিশ্বজিৎ চৌধুরী, জিএম বিজনেস ডেভেলপমেন্ট শফিউল আলম জুয়েলসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাসিরাবাদ প্রপারটিস এর ৬ নম্বর সড়কে নির্মিত এই অভিজাত ভবনে রয়েছে ২৩ টি অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট। প্রকল্পে আছে ইক্যুইপড ওয়েটিং লাউঞ্জ, স্কাই লাউঞ্জ, গ্রিন জোন, বাচ্চাদের খেলার জায়গা, এবাদত খানা এবং সুসজ্জিত ফিটনেস সেন্টার। প্রেস বিজ্ঞপ্তি।