চট্টগ্রামে ১ম বারের মত অনুষ্ঠিত হলো দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল রচনা প্রতিযোগিতা’২০২৪। লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র উদ্যোগে অক্টোবর সেবামাস উপলক্ষে গত ১৯ অক্টোবর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ ইপসা কার্যালয়ে ‘অসীম শান্তি’ শিরোনামে ব্রেইল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইয়াসমিন আহমেদ। চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের ২০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় স্কুল গ্রুপে ১ম স্থান নাফাজাত হাসান, ২য় নুসরাত জাহান মুনতাহা ও ৩য় স্থান রূপসা খানম, কলেজ গ্রুপে ১ম মরিয়ম আক্তার সাথী, ২য় হাফেজ মোহাম্মদ সিয়াম ও যৌথভাবে হিমেল কান্তি দে এবং মোহাম্মদ ফরিদ ৩য় স্থান অধিকার করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র সুরত আলম ও ইপসার প্রোগ্রাম অফিসার রাশেদুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পিস পোস্টার কনটেস্ ‘২০২৪ এর চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ, আইপিপি লায়ন আবেদা বেগম, ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আ ন ম বোরহানউদ্দিন চৌধুরী, সেক্রেটারি শিপ্রা বড়ুয়া, কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাকিয়া সুলতানা, জয়েন্ট ট্রেজারার লায়ন জেসমিন বাপ্পী, জেলা লিও ভাইস প্রেসিডেন্ট লিও ইরফান, ক্লাব লিও প্রেসিডেন্ট লিও ইফতিয়াজ উদ্দিন ইফতিসহ লিওবৃন্দ। প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও ইপসার প্রোগ্রাম অফিসার রাশেদুজ্জামান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।