পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর শাপলা আবাসিকের গেটের মুখে ঝুঁকে পড়েছে একটি দোতলা বাড়ি। বাড়ির পিলারগুলো মূল ভিত্তি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেয়ালে ফাটল ধরে ফাঁক হয়ে গেছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এরই মধ্যে ঝুঁকে পড়া বাড়িটিতে বাঁশের সাহায্যে ঠেক দিয়ে রাখা হয়েছে। জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় খালের দুইপাশে উচ্ছেদকালে বিল্ডিংটির কিছু অংশ ও সিঁড়ি ভাঙা পড়ে। এখন একটি আলাদা লোহার সিঁড়ি লাগানো হয়েছে। বাড়িটির একতলায় কয়েকটি দোকান ঘর রয়েছে। তারা ঝুঁকি নিয়ে দোকান চালাচ্ছেন। বাড়িটির দোতলায় ভাড়াটিও রয়েছে। শাপলা আবাসিকের প্রবেশমুখে অবস্থিত এই বাড়িটি অতি ঝুঁকিপূর্ণ বলে জানালেন আবাসিকের বাসিন্দা ও পথচারীরা। নাম প্রকাশ না শর্তে কয়েকজন বাসিন্দা জানান, আমরা সবসময় বাড়িটির সামনে দিয়েই চলাচল করছি। বেশ কয়েক মাস হলো এটি এরকম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বাড়ির মালিককে ব্যবস্থা গ্রহণ করতে বেশ কয়েকবার মৌখিকভাবে অনুরোধও জানিয়েছেন বলে জানান বাসিন্দাদের কয়েকজন। এমতাবস্থায় বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে বাসিন্দারা এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে বাড়ির মালিক মোহাম্মদ বেলাল বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি আমি ভেঙে ফেলবো। পাশে একটি কালভার্ট তৈরির কথা রয়েছে। ওটির নির্মাণ শেষ হওয়ার পর আমার বিল্ডিংটি ভেঙে নতুন করে কিছু করবো। তিনি ভবনটিতে আরসিসি পিলার রয়েছে উল্লেখ করে বলেন, এটিতে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিলেও ভবনটি খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। ভবনের ভাড়াটিয়াদের চলে যেতে বললেও তারা যাচ্ছেন না বলেও দাবি করেন বেলাল।