লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় নাভেদুল হক নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাভেদুল হক উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মাহমুদুল হকের পুত্র। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ লোহাগাড়া উপজেলার সভাপতি। জানা যায়, গত ৪ আগস্ট চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় নাভেদুল হক এজাহারনামীয় আসামী। গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নাভেদুল হককে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
পরবর্তী নিবন্ধআবারও স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার, নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড