চট্টগ্রাম বিভাগের সেরা এটিও সৈয়দা আমাতুল্লাহ আরজু

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ৮:১২ অপরাহ্ণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) নির্বাচিত হয়েছেন কর্ণফুলী প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজু।

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি, বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার জন্য চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে তার নাম ঘোষণা করেন।

কর্ণফুলীতে স্বল্প সময়ের মধ্যেই তিনি সহকারী শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেছেন। উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি, ঝরে পড়া রোধে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এছাড়াও উপজেলার বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব ও আকর্ষণীয় পরিবেশ দানে কাজ করে চলেছেন।

শিশুদের বিজ্ঞানমনস্ক করতে বিজ্ঞান বিষয়ে শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া ও বিভিন্ন সময়ে অনলাইন জুম সভার মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজু শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তাঁর লক্ষ্য প্রাথমিক পর্যায়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। যাঁতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আরও সচেষ্ট ভূমিকা পালন করা হবে। এরপর যেনো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। এই অর্জন আরো বেশি কঠোর পরিশ্রম করতে সহায়ক হবে।’

সৈয়দা আমাতুল্লাহ আরজু ২০১৪ সালের ২৯ জানুয়ারি বান্দরবান জেলা সদরে প্রথম সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেন। এরপর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সুনামের সাথে চাকরি করার পর কর্ণফুলী উপজেলায় বদলি হন। পরিশ্রমী এই কর্মকর্তা এর আগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন বলে জানান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং নানা শ্রেণি পেশা ও সংগঠনের প্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধবেশি দামে পণ্য বিক্রি সাতকানিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
পরবর্তী নিবন্ধনিজের ২৫ লাখ টাকার ভবন ভেঙে সরকারি জমি ছাড়লেন চট্টগ্রামের বিএনপি নেতা