পাঁচলাইশ ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলনে

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেনসম্পূর্ণ ক্ষুধা, দারিদ্রমুক্ত এবং সকলের বাসযোগ্য একটি অসামপ্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকার হলেও, সেই মহান লক্ষ্য এখনও গুমরে মরছে।

ইসলামী ছাত্রসেনা উত্তর পাঁচলাইশ শাখার উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ আপন গার্ডেনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা উত্তর পাঁচলাইশ শাখার সভাপতি এইচ.এম. ফোরকান উদ্দিনের সভাপতিত্বে ও মুহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এ এম মইনুদ্দিন চৌধুরী হালিম, চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক এম.ওয়াহেদ মুরাদ, পাঁচলাইশ উত্তরের সাবেক সভাপতি মাওলানা নিজাম উদ্দিন নোমানি, ইসলামিক ফ্রন্টের সহ ছাত্র বিষয়ক সম্পাদক এম কফিল উদ্দিন রানা, হাফেজ আসাদুজ্জামান এরশাদ, মাওলানা এম.মনির হোসাইন, এস এম.আবু সাদেক ছিটু, এম আহমদ রেজা, দিদারুল আলম, সাইফুল ইসলাম লিটন, মুহাম্মদ শিহাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনমুহাম্মদ ইমদাদুল ইসলাম। সম্মেলনে মুহাম্মদ ইলিয়াছকে জেবুল হাসান চৌধুরীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ইলিয়াছকে সাংগঠনিক সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি আ. লীগের মত এক ব্যক্তির শাসন দেখতে চায় না
পরবর্তী নিবন্ধবড়হাতিয়া স্টুডেন্টস্‌ ফোরামের পুরস্কার বিতরণ