শ্রমিক শ্রেণীর লড়াইয়ে চৌধুরী হারুনের আদর্শ অনুসরণ করার আহবান

ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির স্মরণসভা

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্রেড কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা সৈনিক চৌধুরী হারুনর রশীদের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা গতকাল অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটি, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন (ইনসাব) চট্টগ্রাম জেলা কমিটি, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁর কবরে পুষ্পার্ঘ অর্পন করেন।পুষ্পার্ঘ অর্পন শেষে মনসা আশরাফ আলী স্কুলে এক সমরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চৌধুরী হারুনর রশীদ একাধারে রাজনীতিবিদ ও শ্রমিকনেতা ছিলেন। বিভিন্ন আন্দোলনে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি বিভিন্ন জাতীয় আন্দোলনের পাশাপাশি কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ ছাত্রযুব সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেন।বক্তারা আরো বলেন, শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার আদায় ও অস্তিত্ব রক্ষার আন্দোলনে চৌধুরী হারুনর রশীদের আদর্শ ধারন করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী সবুজ, শিক্ষকনেতা শহিদুল ইসলাম, ফজলুল কবির মিন্টু, আব্দুর রহিম, মো. মিজান, আব্দুর শুক্কুর, মহিন উদ্দিন, আবদুল গনি, মোকাদ্দেসা খানম, সুপর্না বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধলেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি