চালকদের অন্যায্য ভাড়া প্রতিহত করুন

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

মানব জীবন সহজতর করার পিছনে রয়েছে যানবাহনের গুরুত্ব অন্যতম। কিন্তু যানবাহবন চালকদের কর্তৃক সংঘটিত অন্যায়গুলো মানবতা লঙ্ঘনে ভূমিকা রাখে। সাধারণত, সরকারি বন্ধ, দুই ঈদের উৎসব ও অন্যান্য উৎসবে চালকরা প্রতিদিনের সাধারণ ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে। এছাড়াও চালকরা রাতের অযুহাত ও রাস্তা সমস্যা ইত্যাদি বলে সুযোগে ভাড়া অতিরিক্ত দাবি করে। ন্যায্য ভাড়ার চেয়ে অতিরিক্ত দাবি কখনো সমীচীন নয়। ভিন্ন স্থানের অপরিচিত কাউকে পেলেও সুযোগে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেই। একদিকে ট্রাফিক আইন লঙ্ঘন এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়তো আছেই। অতএব, যাত্রীদের দুর্ভোগ লাগব করার পাশাপাশি ন্যায্য অধিকার রক্ষার্থে চালকদের কর্তৃক সংঘটিত হওয়া অন্যায়গুলো প্রতিহত করার জন্য সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি ও উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুর রশীদ

সাতকানিয়া,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅলি আহাদ : ভাষা সৈনিক
পরবর্তী নিবন্ধআমার মুক্তি আলোয় আলোয়