দেশের বাইরে টি–টোয়েন্টি লিগে খেললেও টি–টেনে এর আগে কখনও ডাক পাননি তাওহিদ হৃদয়। এবার তার সেই চক্রও পূরণ হতে যাচ্ছে। আবুধাবি টি–টেন লিগে হৃদয়কে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। দল পেয়েছেন বাংলাদেশের জিয়াউর রহমান এবং শহিদুল ইসলামও। বাংলা টাইগার্সে হৃদয় খেলবেন সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে। এই দলে আছেন লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ, দীনেশ কার্তিক, জশ লিটল, দাসুন শানাকা, হযরতউল্লাহ জাজাইয়ের মতো তারকারা। এদিকে জিয়াউর রহমান এবং শহিদুল ইসলামকে কিনেছে টি–টেন লিগের আরেক দল নর্দার্ন ওয়ারিয়র্স। শহিদুল প্রথমবার টি–টেন খেলতে যাচ্ছেন। অন্যদিকে নর্দানের হয়েই গত আসরেও খেলেছিলেন জিয়াউর। আবুধাবি টি–টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর থেকে। শেষ হবে ২ ডিসেম্বর।