মেট্রো এলাকায় নিসআ’র হাফ পাস প্রচারণা

| শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বাস মালিক সমিতি ও শ্রমিকদের সাথে কয়েকবার মিটিংয়ের পর নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), চট্টগ্রাম জেলার উদ্যোগে মেট্রো এলাকার বাসগুলোতে হাফপাস সম্পর্কিত স্টিকার লাগানো হয়েছে। চট্টগ্রাম নগরীর ২নং গেট এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় উদ্যোক্তারা জানান, বিভিন্ন সময় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মাঝে তর্কাতর্কি হতে দেখা যায়। হাফভাড়া নিয়ে এবং সমস্যাগুলো হয় মূলত হাফপাস সম্পর্কে সবাই না জানার কারণে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হাফপাস (হাফভাড়া) সম্পর্কে সবাইকে জানাতে ও সচেতন করতে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলা।

উক্ত কর্মসূচিতে নিসআ চট্টগ্রাম জেলার সভাপতি সালমান শামীম, প্রচারসম্পাদক শারমিন আক্তার, অর্থসম্পাদক আলিফ রহমান ও চট্টগ্রাম জেলার সদস্য মো. সাহিল শিকদার ও মেহেদিসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সাধারণ ভাড়া ১০ টাকার নিম্নে হাফপাস কার্যকর হবেনা। ১০ টাকার ভাড়া হাফপাস হিসেবে ৫টাকা দিতে পারবেন, ১২ টাকার ভাড়া ৬ টাকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মহসিন দ্বীন ও মাজহাবের জন্য ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন তা অনুকরণীয়
পরবর্তী নিবন্ধআব্দুল মালেক শাহ রাহে ভাণ্ডারীর খোশরোজ ২৩ অক্টোবর