মোহাম্মদ মহসিন দ্বীন ও মাজহাবের জন্য ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন তা অনুকরণীয়

গাউসিয়া কমিটির স্মরণসভায় কাজী মঈনুদ্দিন আশরাফী

| শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন দ্বীন ও মাজহাবের জন্য যে ত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন তা তরীকতপন্থীদের জন্য অনুকরণীয় আদর্শ। গত ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন সেন্টারে গাউসিয়া কমিটি ৩নং ওয়ার্ড আয়োজিত মোহাম্মদ মহসিন (রহ.) এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী এসব কথা বলেন। হাজী মুহাম্মদ আরিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কোচেয়ারম্যান মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন, আনজুমান ট্রাস্ট, জামেয়া ও গাউসিয়া কমিটির মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ বক্তা ছিলেন, সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল, আনজুমান ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি মরহুম মোহাম্মদ মহসিনের শাহজাদা গোলাম মহিউদ্দিন, আনজুমান ট্রাস্টের সদস্য সাদেক হোসেন পাপ্পু, মোহাম্মদ হোসেন খোকন ও ওসমান গণী। মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় উদ্বোধনী বক্তব্য দেন, মুহাম্মদ জসিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, এইচ এম আজহারুল হক আজাদ, মোহাম্মদ আলী চৌধুরী, হাফেক মোহাম্মদ তাহের, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা আরাফাত উল্লাহ সমরকন্দি, মরহুমের ছোট ভাই সাবের আহমদ, নুর হাসান, আবদুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ হাসান, কামরুদ্দিন, মাওলানা নুরুল কাদের, মুহাম্মদ সালাম, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা সফিউল আলম, ইয়াসির আরাফাত, মুহাম্মদ সফি সওদাগর, নাজিম উদ্দিন, ফরিদ উদ্দিন ইমরান, আবুল হোসেন, জাবেদ. আবদুল আউয়াল ফোরকানী, ফরিদ উদ্দিন, শাহজাহান, এমদাদুল ইসলাম, জামাল উদ্দিন, কাদের চৌধুরী, মুহাম্মদ বেলাল, বোরহান উদ্দিন, দিদারুল মোস্তফা, আবদুল কাইয়ুম, ইকবাল প্রমূখ। শেষে পবিত্র মিলাদ, কিয়াম ও সালাতুস সালাম শেষে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মরহুম মোহাম্মদ মহসিন ও তাঁর সদ্য প্রয়াত কন্যা মায়মুনা বেগম উর্মির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধমেট্রো এলাকায় নিসআ’র হাফ পাস প্রচারণা