কিং আলী গ্রেপ্তার

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও কোটি টাকা চাঁদা দাবি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী টোল রোড এলাকায় এন মোহাম্মদ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় কথিত বিএনপি নেতা মামুন আলী প্রকাশ কিং আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কিং আলী এবং তাঁর ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখল চেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলী থানায় একটি মামলা করেন এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে ২০২১ সালে চুক্তিতে জায়গা ভাড়া নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস করেন। তারা মূলত পাথরের ব্যবসা করেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কিং আলীর ভাই লোকমান আলী তাদের প্রতিষ্ঠানে গিয়ে উচ্ছেদ এবং মালামাল লুটের হুমকি দেয়। পরদিন দুপুর ১২টার দিকে বিএনপি নেতা কিং আলীর নেতৃত্বে অন্তত ২০০ ব্যক্তি দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর গালাগাল এবং একপর্যায়ে মারধর শুরু করে কর্মচারীদের। এতে কয়েকজন আহত হন। মারধরের কারণ জানতে চাইলে আসামিরা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ক্যামেরা, প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, পেলোডার এক্সেভেটর, ট্রাক, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে। এরপর কিং আলী প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে নগদ ৩০ লাখ টাকা নিয়ে নেয় এবং প্রতিষ্ঠান চালাতে হলে আরও এক কোটি টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে তারা ১০ থেকে ১৫টি ট্রাক নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, দক্ষিণ কাট্টলীর টোল রোডে এন মোহাম্মদ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, চুরি ও হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মামুন আলী প্রকাশ কিং আলীকে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, মামুন আলী প্রকাশ কিং আলী বিএনপির নগর ও হালিশহর থানার কোনও পদে নেই। আমাদের কমিটি হওয়ার পর কোনো কর্মসূচিতেও তিনি আসেননি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুর বিপজ্জনক কসমোপলিটন ভেরিয়েন্ট