চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সংস্কার করা হোক

| শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা সর্দি, জ্বরে, আহত হলে কিংবা যেকোনো অসুস্থতার প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আসে। এখানে ইচ্ছায়অনিচ্ছায় তাদেরকে আসতে হয়। কেননা, শহর থেকে ২২ কি. মি. দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খুব জরুরি মুহূর্তে দীর্ঘ যানজট পেরিয়ে শহরের কোনো আধুনিক হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া শিক্ষার্থীদের জন্য সম্ভব হয়ে উঠে না। তাই, অধিকাংশ শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসার জায়গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। কিন্তু, অতি দুখের বিষয় হলো এ মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা নেই। এখানে ১৪ জন চিকিৎসকের নাম থাকলেও ১/২ জনের বেশি চিকিৎসক কখনো পাওয়া যায় না। শিক্ষার্থীরা ছাড়াও হাটহাজারী এলাকার নিম্নমধ্যবিত্ত মানুষ এখানে চিকিৎসা নিতে আসে। ফলে, /৪ টা নাপা টেবলেটের জন্যও একজন অসুস্থ শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া এখানে নেই কোনো পরীক্ষানিরীক্ষার সুব্যবস্থা। মাঝে মাঝে রক্ত পরীক্ষাটাও করা যায় না প্রযুক্তি নষ্ট অথবা চিকিৎসক না থাকার অজুহাতে। গুরুত্বপূর্ণ এই মেডিকাল সেন্টারটির বেহাল দশা সংস্কারের জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পারকি সৈকতকে আরও জনপ্রিয় করা হবে
পরবর্তী নিবন্ধজীবনের গল্প