চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। গত ১৪ অক্টোবর বিকেলে উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার নাম মো. সেকান্দর। বয়স ৬০ বছর। তিনি উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জা কলোনিতে থাকেন। তার মূল বাড়ি কঙবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকায়। তার বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুর মা মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ১৪ অক্টোবর একমাত্র মেয়েকে বাসায় একা রেখে কাজে যান। এ সুযোগে উঠানে খেলা করার সময় অভিযুক্ত সেকান্দর শিশুটিকে ডেকে তার বাসায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় শিশুটি চিৎকার দিলে তার মুখ চেপে ধরেন। একই সময় শিশুটির মা কাজ থেকে ফিরে এসে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে সেকান্দর শিশুটিকে ছেড়ে দেন। পরে ঘটনা জানাজানি হলে সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত সেকান্দরকে পুলিশ গ্রেপ্তার করে। ২০২০ সালেও অভিযুক্ত এই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘থানায় মামলা নেয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’