রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- উখিয়ার পালংখালীর মোহাম্মদ বেলাল (৩৯), উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেন ডি-৭ ব্লকের বাসিন্দা হোসেনের পুত্র ওমর ফারুক (৩০), একই রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র মোঃ ইউনুস (২৫), উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মোঃ আলসের পুত্র আবদুল্লাহ (১৮) ও একই রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গনির মেয়ে হামিদা (৫০)।

আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে অর্ধ শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেছেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুলশী মার্ট ও স্বপ্ন সুপারশপে নানা অনিয়ম, জরিমানা
পরবর্তী নিবন্ধশিগগরই চসিকের নতুন মেয়র হিসেবে ডা. শাহাদাতের শপথ