নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে রাউজান উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফকিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।
এ সময় চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার ৫০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় রাউজানের চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।