রাউজানে বাজার মনিটরিং অভিযানে ৪ ব্যবসায়ীর অর্থদণ্ড

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:২৯ অপরাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে রাউজান উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফকিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।

এ সময় চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার ৫০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় রাউজানের চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে বিপুল পরিমাণ ব্যান্ডরোল, বিদেশি মুদ্রা ও টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধসিভাসুর নতুন উপাচার্য প্রফেসর ড. লুৎফুর রহমান