শীতের গল্প

ফাতেমা ফেরদৌস নীপা | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৪:৩৮ পূর্বাহ্ণ

ছায়া ঝরে পড়ছে পাতার ফাঁক গলে

পড়েই হাঁটছে, মিলিয়ে যাচ্ছে দূর পথে,

এলোমেলো, পথ ভাঙা, ছায়াচিত্র।

মুগ্ধতা খুঁজে খুঁজে দিশেহারা ঝরা পাতা;

খেয়ালী হাওয়া হৃদয়ের দেয়ালে বুনে নেয় উষ্ণতা।

সোনালী পালক উড়ছে বুনো নীলে,

আকাশ দুলছে মূর্চ্ছনায়, বাজছে ঝির ঝির

হাওয়ার সংগীত।

বাতাসের বনে ভাঁটফুলের গন্ধ।

নিঝুম দুপুরের কিনারায় ভীড়ে

রোদ রঙা তরী;

পথ হারাই ময়ূরাক্ষী নীলে,

হাওয়া, ঝরা পাতা,

চিলেকোঠার দুপুর,

ধুলো পথ শীতের গল্প শোনায়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধনির্বাসিতা