আনোয়ারায় গাড়ি মেরামতের কথা বলে গ্যারেজ কর্মচারীকে বলৎকার!

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:১১ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নে গাড়ি মেরামতের কথা বলে ঢেকে নিয়ে আবদুল আলীম (৫৬) নামের এক ব্যক্তির বলৎকারের শিকার হয়েছে গ্যারেজের শিশু কর্মচারী (১৩)। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত আবদুল আলীম বৈরাগ ইউনিয়নের পূর্ববৈরাগ গ্রামের মরহুম আফাজ উল্লাহ মাঝির ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি বৈরাগ এলাকায় একটি গ্যারেজে কাজ করে। গত ১৪ অক্টোবর (সোমবার) দুপুরে আবদুল আলীম তার গাড়ি মেরামতের কথা বলে ওই শিশুটিকে পাশের বাসায় নিয়ে যায়। এরপর মেরামতের খরচের টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে বাসার উপরে নিয়ে আবদুল আলীম জোরপূর্বক বলৎকার করে।

পরে শিশুটি বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। শিশুটির বাবা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভিকটিম শিশুটির বাবা বুধবার আনোয়ারা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আবদুল আলীমকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ১২ যানবাহনে সোয়া লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধখাবারে বিষাক্ত কেমিক্যাল, সাদিয়া’স কিচেনকে জরিমানা