দেখি মা’র মুখ

ইকবাল বাবুল | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

রাত শেষে যেই হেসে ফিরে আসে ভোর

ভালো লাগে কিচিমিচি পাখিদের শোর

খুলে দেই জানালাটা খুলে দেই দোর

ছুঁয়ে যায় মুগ্ধতা কাটে না সে ঘোর।

একা একা আমি তাই

পথ ধরে হেঁটে যাই

পার হয়ে যাই সাঁকো পেরিয়ে সে মোড়

কিছুতেই কমে না তো দুপায়ের জোর

যেতে যেতে হয়ে পড়ি আমি কী বিভোর

ফিনফিনে হাওয়া এসে গায়ে কাটে ফোঁড়।

লতা পাতা ফুল পাখি

কী নিবিড় মাখামাখি

সকলের সাথে আমি বাঁধি প্রীতিডোর

দুই চোখে নেমে আসে আনন্দলোর

কীযে এক ভালো লাগা, কী যে সেই সুখ

স্বদেশের রূপে আমি দেখি মার মুখ ।

পূর্ববর্তী নিবন্ধবৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী চিটাগাং
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র চাহরাম শরীফ