ভোরের গানে হাওয়ার তুলি

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

ভোরের কোমল দুহাতে দেয় রাতের আঁধার ঢেকে

ভোরের সুরুজ ছড়ায় হাসি মিঠেল আমেজ মেখে।

ভোরের হাওয়া যায়রে দিয়ে আলতো করে দোলা।

ভোরের দুচোখ মেলে দেখে দরজা আছে খোলা।

ভোরের আলো সবুজ পাতার ঠোঁটে আঁকে চুম

ভোরের ঘাসে স্নিগ্ধ সজীব স্বপ্ন বেমালুম।

ভোরের কচি নরোম সুবাস তার নেইরে তুল

ভোরের শিশির দূর্বা ডগার কানে দুদোল দুল।

ভোরের নদী নিরবধি কলকল সুরতান

ভোরের পাখির ডাকাডাকি নতুন দিনের গান।

ভোরের গানে হাওয়ার তুলি আঁকে সুখের ছবি

ভোরের আহ্বানে হেসে ওঠে পুবের রবি।

ভোরের কোকিল কালো কোকিল শান্ত নিবিড় থাকা

ভোরের পাকা ধানের ক্ষেতে রঙিন স্বপন আঁকা।

ভোরের কাকের ডাকাডাকি ঘুম ভাঙানোর দাবী

ভোরের হাতেই দিনের শুরু সফলতার চাবি।

পূর্ববর্তী নিবন্ধশারদ নদীর কূল
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট