‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের অভ্যন্তরে র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মো. জসিম উদ্দিন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বনকারি কল্যাণ বড়ুয়ার সঞ্জালনায় এতে অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপ জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম,মো.ছগীর, মিঠু কুমার দাশ, মো. নাছির উদ্দিন, মো. দেলোয়ার, ইউনুছ শাহী, নুরন্নবী আজিজী, রিদুয়ান,আবুল হোসেন, আবদুল মজিদ,আবদু সালাম, পুলিন বড়ুয়া, উজ্জল বড়ুয়া, মাহিনুর আক্তার, রিয়াজ উদ্দিন তালুকদার, মো. এনামুল হক, মো. ইমতিয়াজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাঁশখালী একটি দুর্যোগ প্রবন এলাকা। প্রতিটি দুর্যোগে এ এলাকার জনগন নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই জনগনকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে।