কল্যাণমুখী দেশ ও সমাজ গড়তে সৎ ব্যবসায়ীর ভূমিকা অনস্বীকার্য

চট্টগ্রাম বিজনেস ফোরামের মতবিনিময় সভায় অধ্যক্ষ নুরুল আমিন

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চলের উদ্যোগে কর্নেলহাট বিপণি বিতান ও চৌধুরী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৯টায় চট্টগ্রাম বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চল শাখার সভাপতি আলআমীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সদরঘাট থানা শাখার আমীর অধ্যাপক আব্দুল গফুর, চট্টগ্রাম বিজনেস ফোরাম চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, আলআমীন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. শাহাদাত হোসাইন, জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, ব্যবসায়ী আব্দুস সালাম, মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ নুরুর রশীদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যবসায়ীদের দুনিয়া ও আখেরাতে যোগ্য হিসাবে গড়ে তুলার লক্ষ্যে চট্টগ্রাম বিজনেস ফোরাম কাজ করে যাচ্ছে। দেশ ও সমাজ কল্যাণমুখী হিসাবে গড়ে তুলার জন্য সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীর ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দ্রব্যমূল্যে সাধারণ জনগণের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য সৎ ও পরকালীন জবাবদিহি চেতনায় উদ্বুদ্ধ ঈমানদার ব্যবসায়ীর প্রয়োজন। এই লক্ষ্যে চট্টগ্রাম বিজনেস ফোরাম ব্যবসায়ীদের মধ্যে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধউম্মতে মুহাম্মদীকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন আবদুল কাদের জিলানী