ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সম্প্রতি সংগঠনের সভাপতি সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহিম, মেজর মাহির মাহবুব, সহকারী কমিশনার ভূমি মেজবাহ উদ্দিন, খান আবু তালাত মোহাম্মদ রাফি, শ্যামল পালিত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পণ্ডিত লিংকন চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।