লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে গত ৯ অক্টোবর নগরীর বিভিন্ন মোড়ে ট্রাফিক বক্সে দায়িত্বরত ট্রাফিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল। তিনি কাজির দেউড়ি ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত ট্রাফিকদের মাঝে খাবার বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহম্মেদ অপু, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিরাজুর রহমান তুহিন, সেক্রেটারী লায়ন ইকবাল হোসেন সুমন, রিজিওন চেয়াপার্সন লায়ন পারভীন মাহমুদ, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন হাসিবুল হাসান রাশেদ, লায়ন হেলালউদ্দিন, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন তির্তনকর বড়ুয়া, লিও জাহেদ হোসাইন, লিও দীপ্ত দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।