‘উইজার্ড শোবিজ’–এর আয়োজনে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জিইসি কনভেনশন হলে ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চিটাগাং মোটর ফেস্ট–২০২৪। তিনদিন ব্যাপী এ মোটর মেলায় প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে নানা ব্রান্ডের আকর্ষণীয় গাড়ি, বাইক ও এক্সেসরিজ প্রদর্শনী। এছাড়াও আউটফিল্ডে থাকবে গাড়ি ও বাইক স্টান্ট শো এর আয়োজন।
১৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করা হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।