বাঁশখালীর বানীগ্রাম স্কুল ও পাহাড়তলী বালিকা স্কুলের শিরোপা লাভ

চট্টগ্রামে গ্রীষ্মকালীন কাবাডি

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন কাবাডি বালক গ্রুপে বাঁশখালী উপজেলার বানীগ্রামসাধনপুর স্কুল শিরোপা লাভ করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সরকারি মুসলিম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে বানীগ্রাম স্কুল ২৯৭ পয়েন্টের ব্যবধানে নগরীর পাহাড়তলী থানার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে। দলের রেডার শিহাবুল ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা গ্রুপের ফাইনালে নগরীর পাহাড়তলী বালিকা স্কুল ১৭৯ পয়েন্টে কোতোয়ালী থানার ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দলের রুমানা আক্তার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়। সকালে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতা শেষে সরকারি মুসলিম স্কুলের প্রধান শিক্ষক মো. মোর্শেদুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আজ সাঁতার প্রতিযোগিতা : নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা সকাল ৯টায় শুরু হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনেপালে সুখবর পেলেন দুই নারী ফুটবলার
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে, তবে তা সুবিচার : আসিফ নজরুল