অভিযোগ পাওয়ার চার ঘণ্টার মধ্যে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

৮ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

অভিযোগ পাওয়ার চার ঘণ্টার মধ্যে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। নগরের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে ধৃত দুই ছিনতাইকারী হচ্ছে ভোলার চরফ্যাশনের মাঝিরহাটের আল আমিনের ছেলে মো. রাসেল (৩০) ও রৌফাবাদ হুক্কার গলির মো. লিটনের ছেলে মো. শাহীন বাবু (২৪)। তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, হিরু দাশ নামে চকবাজার এলাকার এক বাসিন্দা গত রোববার রাতে রৌফাবাদে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ৮টার দিকে রৌফাবাদ রশিদিয়া মাদ্রাসার পাশে পৌঁছলে চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে মারধর করে হিরুর মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া জোর করে বিকাশের পিন নম্বর নিয়ে হিরুর বিকাশ থেকে ২১ হাজার ৫৭০ টাকা ছিনতাইকারীরা তাদের বিকাশ নম্বরে সেন্ড করে দেয়। পরদিন সোমবার বিকাল সাড়ে ৩টায় হিরু বিষয়টি বায়েজিদ থানার টহল পুলিশকে জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে চার ঘণ্টার মাথায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই ছিনতাইকারীকে আটক করে। পরে হিরু দাশ এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করলে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার দেখানো হয়। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান আজাদীকে বলেন, পলাতক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চুরি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাচ্ছি। কোথাও কোনো অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে। অপরাধী যে হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে শহীদদের নজরকাড়া ফলাফল