সেন্টমার্টিনে স্পিডবোট ডুবি, শিশুসহ নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি  | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৬:২৬ পূর্বাহ্ণ

টেকনাফসেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবে চালক ও এক শিশু নিখোঁজ হয়েছে। ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নাফ নদীর গোলারচর পয়েন্টে এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য জানান।

নিখোঁজ স্পিডবোটের চালকের নাম বেলাল এবং নিখোঁজ শিশু স্মৃতি নূর আলিশা () সেন্টমার্টিনের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটটির মালিক সেন্টমার্টিনের বাসিন্দা মোহাম্মদ রশিদ। ইউএনও জানান, গতকাল সকালে সেন্টমার্টিন থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্পিডবোটে থাকা সকলেই পানিতে ভাসতে থাকেন। স্থানীয় জেলেদের নৌকা ও আরেকটি স্পিডবোট ভাসমান ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও স্পিডবোটের চালক বেলাল ও শিশু আলিশা সাগরে তলিয়ে যায়। নিখোঁজদের সন্ধানে স্থানীয় জেলে ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধপলিটেকনিক এলাকায় দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার দুজনের রিমান্ড নামঞ্জুর, শুনানির সময় হট্টগোল