প্রতিদিনের মতো সন্ধ্যায় পড়তে বসেছিল রোহিত বড়ুয়া রিদ্ধ (৯)। পড়ার সময় হঠাৎ ঢলে পড়ে সে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিদ্ধকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামে এ ঘটনা ঘটে। রিদ্ধ ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী রণতোষ বড়ুয়ার ২য় সন্তান এবং জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণীর ছাত্র। তার পরিবারের সদস্যরা জানান, রিদ্ধকে বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান–হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রিদ্ধ বড়ুয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।