প্লান্টের রিসাইকেল সলিউশন পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে ৮ মাস বন্ধ থাকার পর উৎপাদনে গেল চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল)। গত রবিবার দিবাগত রাত ১ টায় এ কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
জানা যায়, বিসিআইসি পরিচালনাধীন দেশের বৃহত্তম শিল্প সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) কারখানাটি বিগত ৮ মাস ধরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটসহ নানা কারণে বন্ধ থাকায় দৈনিক গড়ে আড়াই কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। ২ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ কারখানাটি বর্তমানে ১৭ শ মেট্রিক টনের বেশি উৎপাদন করতে পারে না। প্লান্টের রিসাইকেল সলিউশন পাম্পে ত্রুটির কারণে কারখানাটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে ৩ কোটি টাকা ব্যয়ে রিসাইকেল সলিউশন পাম্পের কাজ সম্পন্ন করে গত রবিবার রাত ১ টায় কারখানাটি পুনরায় চালু করা হয়। এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে গ্যাস সংকট ও কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ১১ মাস ২০ দিন কারখানার উৎপাদন বন্ধ ছিল। পরে গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি রাত থেকেই আবারো যান্ত্রিক সমস্যার গ্যারাকলে পড়ে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। গত রবিবার রাত ১টা থেকে ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়েছে। তবে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটিতে ব্যাপক হারে আর্থিক ক্ষতি হয়েছে।