বাড়বকুণ্ডে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ছেলের দাবি হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় সুখমার দাশ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাস্টার বাড়িতে (ধোপাবাড়ি) এ ঘটনা ঘটে। সুখমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরের দিকে ভারত মাস্টার বাড়ির লোকনাথ মন্দিরের পাশে একটি আমলকী গাছে ওই ব্যক্তির মৃতদেহ ঝুলতে দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় তারা পরিবারের সদস্যদের খবর দেয়। একই সাথে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে মৃত সুখমার দাশের ছোট ছেলে ঝন্টু দাশ এটিকে হত্যা দাবি করে বলেন, আমার বাবা আত্মহত্যা করেনি। সোমবার ভোরে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। পারিবারিকভাবে জমিজমা নিয়ে পরিবারে বিরোধ চলে আসছিল বলেও সে জানায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অভিযানে ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ, ৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধযারা বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য করছেন তারা দলের অতিথি পাখি