খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়কে অশান্ত করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির সকল সহযোগী সংগঠনের সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোন অবস্থায় পাহাড়ি–বাঙালির সম্প্রীতি নষ্ট করা যাবে না। সম্প্রীতি রক্ষায় এখানে সেনাবাহিনী আছে, প্রশাসন সতর্ক রয়েছে। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে।
অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সুযোগ নেই। আমরা আশা করব দ্রুত সরকার নির্বাচনের রোডম্যাপ দিবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ কুমার চাকমা, সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।