যুবসমাজের মেধা ও কর্মশৈলীতেই গড়ে উঠবে স্বনির্ভর দেশ

ইসলামিক যুবফ্রন্টের অভিষেকে বক্তারা

| মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, যুবসমাজ হচ্ছে আর্থ সামাজিক উন্নয়নঅগ্রগতির অনুঘটক। জাতীয় জীবনের সফল আন্দোলন সংগ্রামে যুব সমাজের রয়েছে অনন্য কীর্তিগাঁথা। যুবদের দ্বারাই একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও শান্তির সমাজ বিনির্মাণ করা অধিকতর সম্ভব। আর যুবসমাজের মেধা, মনন এবং কর্মশৈলীতেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে ইসলামিক যুবফ্রন্টের পতাকাতলে সমবেত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি গত ১২ অক্টোবর শনিবার ইসলামিক যুবফ্রন্টের উদ্যোগে ঢাকা কাওরান বাজারস্থ শহীদ হালিম মিলনায়তনে নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, আল্লামা মোশাররফ হোসেন হেলালী। সাধারণ সম্পাদক এস এম আবু ছাদেক ছিটুর সঞ্চালনায় সভায় রাখেন মালেক রিজভী, কাজী আহসানুল আলম, দেলোয়ার হোসেন ফয়সাল, সাকিল আহমেদ দরায়ী, নুরুল আলম,মিজানুর রহমান, নুরুল আবছার কপিল,আবদুল হামিদ, মঞ্জুরুল আলম পাটোয়ারি, এনামুল হক,ফরিদুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহারছড়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআবদুল কাদের জিলানী (রহ.) মানুষকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেন