নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহারছড়ার যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইলশা গ্রামের খালেদ হোসেন (১৮) চট্টগ্রাম শহরে নিজ কুলিং কর্নারে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেছে। নিহত খালেদ হোসেন বাঁশখালীর উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব ইলশা এলাকার রশিদ আহমদের পুত্র। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল সোমবার আনুমানিক দুপুর ২টার দিকে চট্টগ্রাম শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান কুলিং কর্নারে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়ে খালেদ। পরে আহত খালেদকে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা নিহত খালেদের লাশ চমেক হাসপাতাল থেকে পোস্ট মার্ডাম শেষে নিজ বাড়িতে আনার প্রক্রিয়া করছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম নারী হিসেবে বাংলাদেশি বিমান সংস্থার পরিচালক হলেন ক্যাপ্টেন তাসমিন
পরবর্তী নিবন্ধযুবসমাজের মেধা ও কর্মশৈলীতেই গড়ে উঠবে স্বনির্ভর দেশ