প্রথম নারী হিসেবে বাংলাদেশি বিমান সংস্থার পরিচালক হলেন ক্যাপ্টেন তাসমিন

| মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্রথম নারী হিসেবে বাংলাদেশের একটি বিমান সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা।

গতকাল সোমবার এক অফিস আদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এর আগে ক্যাপ্টেন দোজা বিমানের ট্রেনিং ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খবর বাংলানিউজের।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক এই নারী বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন। তিনি ফকার২৮ এ প্রশিক্ষক পাইলট, বোয়িং৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সিএনজির ধাক্কায় ১ ব্যক্তি নিহত
পরবর্তী নিবন্ধনগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহারছড়ার যুবকের মৃত্যু