বিশ্ব হাত ধোয়া দিবস আজ

আজাদী ডেস্ক  | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

বিশ্ব হাত ধোয়া দিবস আজ। বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে। ২০০৮ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া অংশীদার বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এই দিবসটি উদযাপন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেছেন, শিক্ষার্থীশ্রমিকজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধনুরু খুনের ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না
পরবর্তী নিবন্ধচিকিৎসক সমাজ চাইলে দেশকে পাল্টে দিতে পারবে