কৃষ্ণাকে নিয়ে সাফের বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

 

সাফের শিরোপা ধরে রাখার মিশনে আজ দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের সাফ জয়ী দলের মধ্য থেকে ৯ পরিবর্তন নিয়ে এবারের দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন কৃষ্ণা রাণী সরকার। সাফ শিরোপা ধরে রাখার মিশনে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে দল গড়েছেন পিটার বাটলার। গতবারের দল থেকে নেই আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের আসর। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর খেলবে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল : গোলরক্ষক : রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার। ডিফেন্ডার : মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম। মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন খাতুন, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্না চাকমা। ফরোয়ার্ড : তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সাগরিকা।

পূর্ববর্তী নিবন্ধগতবারের অধিনায়ক মোসাদ্দেক শুভাগত দল পাননি এবারের আসরে
পরবর্তী নিবন্ধসাফ শিরোপা ধরে রাখতে আজ নেপাল যাচ্ছে নারী ফুটবল দল