সীতাকুণ্ডে ইলিশসহ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৬:৫৮ অপরাহ্ণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ-পুলিশের যৌথ উদ্যোগে আজ সোমবার বিকেলে সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড কুমিরা ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ৫ কেজি ইলিশ মাছসহ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এছাড়া একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে জেলে রতন জলদাসকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওয়ালিদ উদ্দিন আকবর।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে আ.লীগ নেতার বাড়ি থেকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের মালামাল উদ্ধার
পরবর্তী নিবন্ধশিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন শহীদ আবু সাঈদ