মহেশখালীতে আ.লীগ নেতার বাড়ি থেকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের মালামাল উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৬:৫১ অপরাহ্ণ

মহেশখালীর মাতারবাড়িতে আওয়ামী লীগ নেতা আবু ছালেহের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কয়লাবিদ্যুৎ প্রকল্পের মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় মাতারবাড়ি মগডেইল এলাকায় এই অভিযান চালানো হয় বলে নৌবাহিনীর সূত্র নিশ্চিত করে।

এ সময় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জেনারেটর, পাম্প, টিভি, ফ্রিজ, সিলিন্ডার, ল্যাবটপ, ফ্যান, চেয়ারসহ নানা ধরনের ব্যাপক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনী জানায়, এসব জিনিসপত্র মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের। এসব জিনিসপত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয়েছে বলে জানালেও কয়লাবিদ্যুৎ প্রকল্পের যে ছাড়পত্র দেখানো হয়েছে সেটা সঠিক নয়। এসব জিনিসপত্র সরকারের সম্পদ, সরকারের সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

জানা যায়, অভিযুক্ত আবু ছালেহ আওয়ামী লীগের মহেশখালী উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মহেশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় ভাঙল হাতির ডান পা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইলিশসহ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ