বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনসানিয়াত বিপ্লব। ধর্মের নামে অধর্ম, উগ্রজঙ্গিবাদ, সামপ্রদায়িক–সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব, জনগণের নিরাপত্তাহীনতা, অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে সংকটের দায়ে তারা এ কর্মসূচি পালন করেন।
গত শনিবার রাজধানীর প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ শেষে জনতার এক মিছিল প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যায়। পরে পুলিশি বাধার মুখে প্রতিনিধি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি ধর্মবিরোধী ও মানবতাবিধ্বংসী অপরাধ। প্রেস বিজ্ঞপ্তি।