বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার গভীর রাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া বটতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত মো. ওবায়েদুর ও আব্দুল মালকে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন উপ জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিট্রেট মো. জসিম উদ্দিন। অভিযানে বালু ভর্তি একটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, মাটি কাটার ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই মাটি চুরি ও পাহাড় কেটে নষ্ট করার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা ও দুইজনকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটা এবং বালু উত্তোলনকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।