ইমার্জিং এশিয়া কাপের দলে জাতীয় দলের আট ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

ভারত সফরে টিটোয়েন্টি সিরিজ শেষ হতেই নতুন ব্যস্ততার সামনে তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন। আকবর আলির নেতৃত্বে ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে রাখা হয়েছে তাদের। ওমানের মাসকাটে আগামী শুক্রবার শুরু হবে টিটোয়েন্টি সংস্করণের ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। আনুষ্ঠানিক বিবৃতিতে গতকাল রাববার এই টুর্নামেন্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করে বিসিবি। হৃদয়, পারভেজসহ আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন ৮ জনকে রাখা হয়েছে দলে। এছাড়া ভারত সফর করা জাকের আলি, শেখ মেহেদি হাসান, তানজিম হাসানসহ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ আছেন অপেক্ষমাণ তালিকায়। গত বছর শ্রীলঙ্কায় পঞ্চাশ ওভারের সংস্করণে হওয়া ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাইফ হাসান। এবার তাকে দেওয়া হয়েছে সহঅধিনায়কের দায়িত্ব। সব মিলিয়ে এবারের দলেও আছেন গত আসরে খেলা ৬ জন। বাংলাদেশ দলের মতো ভারত সফরটা ভালো কাটেনি পারভেজের। অভিষেকের প্রায় দুই বছর পর মূল দলে ফিরে তিন ম্যাচে তিনি করেন যথাক্রমে ৮, ১৬ ও ০ রান। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও শেষ ম্যাচে ক্যারিয়ারসেরা ৬৩ রানের ইনিংস খেলেন হৃদয়। সাইফ, হৃদয় ও পারভেজের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফ হাসান, শামীম হোসেন ও আবু হায়দারকেও রাখা হয়েছে ইমার্জিং এশিয়া কাপের দলে।

এছাড়া গতবছর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব রকিবুল হাসান ও রিপন মন্ডলও ডাক পেয়েছেন এই সফরের দলে। এশিয়ান গেমসে মূলত দ্বিতীয় সারির দল খেলেছিল প্রায় সব দেশের। এখনও মূল দলের হয়ে ম্যাচ খেলা হয়নি দুজনের। এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা জিসান আলম, আকবর আলি, মাহফুজুর রহমান, ওয়াসি সিদ্দিকি, আলিস আল ইসলাম ও রেজাউর রহমান রাজা আছেন দলে। চলতি বছরের বিপিএলের পর জাতীয় দলে ডাক পেলেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন রহস্য স্পিনার আলিস। তার জন্য ফেরার বড় মঞ্চ হতে পারে এই টুর্নামেন্ট। লেগ স্পিনার ওয়াসির জন্যও নিজের সামর্থ্য দেখানোর বড় সুযোগ এটি। মাসকাটের ওমান ক্রিকেট গ্রাউন্ডে আগামী শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টুর্নামেন্টের গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান দল। একই মাঠে ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের দল অংশ নেবে এই টুর্নামেন্টে। আর সহযোগী সদস্য তিন দেশ হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত খেলবে জাতীয় দল নিয়ে। বাংলাদেশ দল : আকবর আলি (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), পারভেজ হোসেন, নাঈম শেখ, জিসান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা। রিজার্ভ: জাকের আলি, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, নাসুম আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধবাফুফে নির্বাচনের মাঠে চার নারী
পরবর্তী নিবন্ধভারতের বিপক্ষে সিরিজটা ভুলে যেতে চান হৃদয়