পণ্যের দাম স্থিতিশীল হোক
দেশের ভেতরে যত রকমের
সংস্কার চলে চলুক–
সংস্কার নিয়ে নেতৃবৃন্দ
যত কথা বলে বলুক–
আমজনতার প্রশ্ন কেবল
দাম কেন বাড়ে হু হু–
দামের বোঝায় সোজা নয় কেউ
হতাশ মুহূর্মুহূ।
চাল ডাল তেল–উচ্চ মূল্যে
ধরা ছোঁয়া তাই যায় না–
আমজনতার চাওয়া পাওয়া কম
বেশি কিছু তারা চায় না।
পণ্যের দাম স্থিতিশীল হোক
সহনীয় হোক সব–
দু’বেলা দু’মুঠো খাওয়া চায় শুধু
জেগে যাক কলরব।