আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের ছিল তরিকতের প্রতি প্রেম ও ভালোবাসা, মশায়েখদের প্রতি আনুগত্য, দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং সততা। আহলে সুন্নাতের আক্বিদার প্রতি অপসহীন মনোভাবের উপযুক্ত প্রতিদান পেয়েছেন তাঁর ঈর্ষণীয় মৃত্যুর মাধ্যমে।
গত ১২ অক্টোবর শনিবার বিকালে নগরীর বাকলিয়াস্থ সিলভার পেলেস–এ আলহাজ্ব মোহাম্মদ মহসিন স্মরণসভা কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, প্রধান আলোচক ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, বিশেষ অতিথি ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ আবদুর ওয়াজেদ, আনজুমান ট্রাস্ট, জামেয়া ও গাউসিয়া কমিটির মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মরহুম মোহাম্মদ মহসিন সাহেবের শাহজাদা গোলাম মহিউদ্দিন ও আনজুমান ট্রাস্টের সদস্য মোহাম্মদ হোসেন খোকন। বিশেষ বক্তা ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী। উদযাপন কমিটির সদস্য সচিব জামালুদ্দিন সুরুজের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি, চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি আবুল মনসুর, ওসমান গনী, সাদেক হোসেন পাপ্পু, এইচ এম আজহারুল হক আজাদ, আশিকুর রহমান, জয়নাল আবেদীন, মরহুম মহসিন সাহেবের ছোট ভাই নুর আহমদ পিন্টু, সাবের আহমদ, সাইফুল ইসলাম ওয়াজেদী, মাস্টার হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আজিম, আবুল হাশেম, নুর হাসান, গাজী গজনবী, আবদুল মান্নান, আবুল মনসুর, গাজী লোকমান, মনসুর আরমান, অধ্যাপক মোহাম্মদ হাসান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।