বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনের জেল ও জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ১২:৩৮ অপরাহ্ণ

বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া বটতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত মোঃ ওবায়েদুর ও আব্দুল মালকে মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন। অভিযানে একটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন বলেন, মাটি কাটার ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই মাটি চুরি ও পাহাড় কেটে নষ্ট করার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা ও দুইজনকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় মধ্যরাতে দুই পক্ষ মুখোমুখি, সেনাবাহিনীর হাতে আটক ৬
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মধ্যরাতে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ২