আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে গতকাল শনিবার, চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার চট্টগ্রাম বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও খাবার বিতরণ করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মো. মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সার্বিস চেয়ারপারসন লায়ন মো. জাহেদ হোসাইন, ট্রেজারের লায়ন শহীদুল ইসলাম শহীদ, এডমিনিস্ট্রেটর লায়ন উম্মে হাবিবা, লায়ন মো. শোয়েব, লিও জেলার কনসার্ন রিজিয়ন ডিরেক্টর লিও হোসেন মো. ইমরান নিঙন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ক্লাব ট্রেজারার লিও সাইফুন্নেসা খানম তাজরিন, লিও ফাতিন মানসিব, লিও তাওহিদ হাসান রিহাব প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসা ও মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।