বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ আবাসভূমি : সুফিয়ান

| রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। ঐক্য, পরমতসহিষ্ণুতা আর ধর্মনিরপেক্ষতার চর্চা এ দেশের মানুষের অনন্য বৈশিষ্ট্য। সাম্প্রায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি বলেন, আমরা চাই একটি শান্তি ও সম্প্রীতির দেশ। তাই ধর্মে ধর্মে বিভেদ ও বিভাজন নয় আমাদের প্রয়োজন ইষ্পাতকঠিন ঐক্য। তিনি গতকাল শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী ১০নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন উত্তরভূর্ষি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি মণ্ডপে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যু্‌গ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্‌বায়ক আবদুল হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু। উপস্থিত ছিলেন শাহ আলম, ইঞ্জি. ইকবাল হোসেন, আবু সিদ্দিক, আবুল বশর চৌধুরী, মহিদুল জিকু, ইয়াছিন আরাফাত রাফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপিত
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) উরশ সম্পন্ন